মুজিববর্ষ উপলক্ষ্যে নড়াইল জেলায় ১৫২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী কর্তৃক জমিসহ ঘর দেয়া হয়েছে। রবিবার (২০ জুন) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী কর্তৃক দেওয়া জমিসহ ঘরের চাবি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। জানা গেছে, নড়াইল জেলায় মোট ৪৭৭টি ঘর বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৩২৫টি এবং দ্বিতীয়ধাপে ১৫২টি ঘর বিতরণ করা হয়।
এসময় পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) দেবাশীষ চৌধূরী, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভাগ কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।