খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  চাঁদপুরে একটি লাইটার জাহাজের নাবিকসহ কয়েকজনকে হত্যা
  গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
  কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩

নড়াইলে মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে মাদক মামলায় রিক্তা পারভীন (৪৫) নামের এক মাদক ব্যাবসায়ী নারীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে নড়াইলের জেলা দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এই রায় প্রদান করেন।

মামলার বিবরনে জানা গেছে, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর জেলা পুলিশের গোয়েন্দা শাখা নড়াইল সদর উপজেলার লস্করপুর গ্রামে রিক্তা পারভীনের বসতবাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘর থেকে ৬৪ বোতল ফেনসিডিল ও ৩০০ গ্রাম গাজাসহ রিক্তা পারভীনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে নড়াইল সদর থানায় ৪ জনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। মামলার তদন্ত ও ১৬ জন স্বাক্ষীর গ্রহণ শেষে আসামী রিক্তা পারভীনের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

অপর ৩ আসামী সুরভী খাতুন, শহিদুল ইসলাম মেম্বর ও বাশার শেখ এর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করা হয়। এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!