নড়াইলে মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৪ মার্চ)সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।
জানা গেছে, ২০১৫ সালের ২৮ জুন যশোর জেলার বাঘারপাড়া উপজেলা এলাকার মহিদুল ইসলামের ছেলে মোঃ ফয়সাল হোসেন, শহিদুল ইসলাম মোল্যার ছেলে সাব্বির হোসেন মোল্যা ও রুহুল মোল্যার ছেলে সুমন হোসেন মোল্যা নড়াইল পৌরসভার মুলিয়ারোড পিয়ারী বটতলা মোড় এলাকায় ৪৫ বোতল ফেনসিডিল সহ আটক হন এবং এই ঘটনায় পুলিশ বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।
মামলায় স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমানিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডের আদেশ দেন । রায়ের সময় আসামি ফয়সাল হোসেন ও সুমন হোসেন মোল্যা আদালতে উপস্থিত ছিলেন, আসামি সাব্বির হোসেন মোল্যা পলাতক রয়েছেন।
খুলনা গেজেট/ এস আই