খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

নড়াইলে মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড

নড়াইল প্রতিনিধি

 

নড়াইলে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মুক্তা বেগম ও আব্দুল বারেক নামে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো : মশিয়ার রহমান এ দন্ডাদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামীরা হলেন নড়াইল সদর উপজেলার উপজেলার মোস্ত কাজীর স্ত্রী মুক্তা বেগম ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রাজপাট সিলটা গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্দুল বারেক ওরফে বারি। বর্তমানে আসামীরা পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানাযায়, ২০১৮ সালের ৭ আগষ্ট চিলগাছা রঘুনাথপুর এলাকা থেকে মুক্তা বেগমকে ২৫ বোতল ফেনসিডিল সহ আটক করে, এই ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়।

এছাড়া ২০১২ সালের ১৯ জানুয়ারী নড়াইল জেলার লোহাগড়া উপজেলা শহরের আব্দুল হাই শেখের বাড়ির ভাটাটিয়া আব্দুল বারেক ওরফে বারির ঘরের মধ্য থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এই ঘটনায় লোহাগড়া থানায় ২০১২ সালের ১৯ জানুয়ারী মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়।

মামলা দুটির সাক্ষীদের গ্রহণ শেষে অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩ (খ) ধারায় যাবজ্জীবন কারাদন্ড, ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। বিজ্ঞ বিচারক আরো আদেশ দেন, আসামীরা পলাতক থাকায় গ্রেফতারের পর সাজা কার্যকর করা হবে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!