স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে নড়াইলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল -০২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে জেলা পর্যায়ের ৪ টি দল নিয়ে ২ দিনব্যাপি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ১৩ মার্চ) রাত সাড়ে ১১ টায় নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠে এই খেলার সমাপনি অনুষ্ঠিত হয়। খেলাকে আকর্ষনীয় করতে দিবারাত্রি খেলা আয়োজন করা হয়। খেলায় কালিয়া উপজেলার কালিয়া টাইগার্স দল লোহাগড়া উপজেলার এম এম মতিয়ার রহমান স্মৃতিসংসদ দল দলকে ২-১ সেটে পরাজিত করে জয়লাভ করে। এছাড়া খেলায় নড়াইল সদরের নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন দল ও নড়াইল টাইমস দল অংশগ্রহন করে। এর আগে ১২ মার্চ বিকালে ঢাকা থেকে র্ভাচ্যুয়ালী খেলার উদ্বোধন করেন মাশরাফি বিন মোর্তজা।
খেলা শেষে বিজয়ী কালিয়া টাইগার্স দলকে ট্রফি ও ১ লাখ টাকা প্রাইজমানি ও রানার্স আপ এম এম মতিয়ার রহমান স্মৃতিসংসদ দলকে ৫০ হাজার টাকা তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান (উপদেষ্টা) মাশরাফি বিন মোর্তজার পিতা গোলাম মোর্তজা স্বপন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম অনিকসহ ফাউন্ডেশনের কমকর্তা ও ক্রিড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/কেএম