২০২০-২১‘ অর্থ বছরে রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে প্রযুক্তি সম্প্রসারন প্রকল্পের আওতায় নড়াইলের মাইজপাড়ায় আধুনিক বিনা সরিষা – ৯ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ জানুয়ারী) দুপুরে মাইজপাড়া বিলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন।
এছাড়া নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, নড়াইল সদর উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় , নড়াইল সদর উপজেলায় প্রায় ৮০ টি প্রদশর্নী খামার রয়েছে। এটা স্বল্প সময়ে উচ্চ ফলনশীল সরিষা। এটি চাষের মাধ্যমে কৃষক ১ বিঘা (৩৩ শতাংশ) জমিতে ৬/৭ মন সরিষা উৎপাদন করতে পারবে এবং বীজ ঘরে রেখে পরবর্তী বছর ফসল উৎপাদন করতে পারবে। মাঠ দিবস আয়োজনের মধ্যদিয়ে এলাকার শতাধিক কৃষককের মাঝে প্রযুক্তিগত ধারণা দেওয়া হয়।
খুলনা গেজেট/এ হোসেন