নড়াইল ভেন্যুতে উদ্বোধন হলো দেশের সবচেয়ে বড় ক্রীড়া আসর বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস এর ভলিবল প্রতিযোগিতা। সোমবার(৫ এপ্রিল) বিকালে নড়াইল বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ভলিবল প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির সম্পাদক ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএিম (বার), জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমানআরা, যশোর সেনা বাহিনীর মেজর এ এফ এম আজমল হোসেন খান(পিএসসি), ক্যাপ্টেন ফাতির আব্দুল্লাহ, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইউসুফসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ গেমস এ নড়াইল জেলা ভেন্যুতে ভলিবলের মোট ২৪ টি খেলা অনুষ্ঠিত হবে। অংশগ্রহনকারী দলের মধ্যে পুরুষ দল ০৮ টি বাংলাদেশ সেনা বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, তিতাস গ্যাস, দিনাজপুর, কমিল্লা, পঞ্চগড়, চট্টগ্রাম ও স্বাগতিক নড়াইল জেলা দল এবং মহিলাদের ০৫ টি দল বাংলাদেশ পুলিশ দল, বাংলাদেশ আনসার ও ভিডিপি, পাবনা , খুলনা ও স্বাগতিক নড়াইল জেলা দল অংশগ্রহন করছে।
খেলায় বাংলাদেশ বিমান বাহিনী ৩-০ সেটে কুমিল্লা জেলা দলকে, নড়াইল জেলা দল ৩-০ সেটে চট্টগ্রাম জেলা দলকে, বাংলাদেশ সেনা বাহিনী ৩-০ সেটে দিনাজপুর জেলা দলকে , তিতাস গ্যাস ৩-০ সেটে পঞ্চগড় জেলা দলকে এবং মহিলা গ্রুপে খুলনা জেলা দল ৩-০ সেটে পাবনা জেলা দলকে পরাজিত করে।
করোনা সতর্কতায় মাঠে অংশগ্রহনকারী দল ও দর্শকদের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে। লীগ ভিত্তিক এই খেলার ( পুরুষ ও মহিলা) ফাইনাল ০৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। নড়াইলের মত ছোট জেলা শহরের ভেন্যুতে খেলা আয়োজন হওয়ায় খেলোয়াড়সহ এলাকাবাসী খুশী তবে করোনা সতর্কতায় আয়োজন সীমিত করা হয়েছে। সকলের সমন্বিত প্রচেষ্টায় ভেন্যুতে সফলভাবে শেষ হবে এমনটাই প্রত্যাশা সকলের।
খুলনা গেজেট/কেএম