খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৬ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ২
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নড়াইলে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নড়াইল প্রতিনিধি

নড়াইলে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে পালিত হচ্ছে।

বুধবার (১৭ মার্চ) সকালে জেলা আওয়ামীলীগ কাযালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সকালে বঙ্গবন্ধু চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে শেষ হয়। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সরকারী বিভিন্ন দপ্তর, আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে জেলা শিল্পকলা হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত পরিবেশীত হয়। এছাড়া নড়াইল পৌরসভায় ১০১ পাউন্ডের কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচির মধদিয়ে দিনটি পালিত হচ্ছে।

এসব কর্মসূচিতে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!