খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
  উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন
  কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩

নড়াইলে পাঁচ গুণী শিল্পীকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে “গুণীজন সম্মাননা-২০২০” প্রদান করা হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে জেলা পর্যায়ে সাংস্কৃতিক কর্মকান্ডের অবদানের স্বীকৃতিস্বরুপ নড়াইলের ৫ গুণী শিল্পীকে এ সম্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম (প্রশাসন ও অপরাধ), নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরা, সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার পিতা সমাজসেবক গোলাম মোর্র্তুজা স্বপন, জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি রওশন আরা কবীর লিলি, সাধারন সম্পাদক মলয় কুমার কুন্ডু, যুগ্ম সম্পাদক মুন্সী আসাদুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর কর্মকর্তা-সদস্য, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, সম্মাননা প্রাপ্ত গুনী শিল্পীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

সম্মাাননাপ্রাপ্ত গুণীজন হলেন নাট্যকলায় মাহবুব-ই-রসুল, সংগীতে মাসুদুল হক টুটুল, চারুকলায় সমীর কুমার বৈরাগী, লোক সঙ্গীতে কিসমত হোসেন পাভেল এবং যাত্রাশিল্পে হেম সেন। অনুষ্ঠানে সন্মাননাপ্রাপ্ত শিল্পীদের মেডেল, সম্মাননা স্মারক, সনদপত্র ও প্রত্যেককে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এই উপলক্ষে শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশীত হয়। সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ২০১৩ সাল থেকে এ গুণীজন সম্মাননা প্রদান করা হয়ে আসছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!