নড়াইলের লোহাগড়া উপজেলার কালনাঘাট এলাকায় মধুমতি নদীতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে গিয়ে নৌকা থেকে পড়ে গিয়ে আবু মুসা মোল্যা (২৮) নামের এক পুলিশ কনষ্টেবল ও তার ছয়মাস বয়সী শিশু নিঁখোজ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কালনাঘাট এলাকায় খরস্রোতা মধুমতি নদীতে নিঁখোজের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধুমতি নদীতে পড়ে যাওয়া ৬ মাসের শিশু সন্তানকে বাঁচাতে গিয়েই নিঁখোজ হন পুলিশ কনষ্টেবল বাবা। নিঁখোজ পুলিশ কনষ্টেবল আবু মুসা লোহাগড়া উপজেলার চাচই গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের ছেলে এবং ঢাকার পুলিশ হেডকেয়ার্টারে কর্মরত ছিলেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পুলিশ কনষ্টেবল আবু মুসা, তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যসহ মোট ৭/৮জন ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে কালনাঘাট এলাকায় মধুমতি নদীতে ঘুরতে বের হন। নৌকাটি সন্ধ্যা ৭টার দিকে মধুমতি নদীতে নির্মাণাধীন সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খেলে পুলিশ কনষ্টেবল আবু মুসা মিয়ার ছয়মাস বয়সী ছেলে পানিতে পড়ে যায়।সন্তানকে বাঁচাতে বাবাও নিঁখোজ হন।নদীতে প্রচন্ড স্রোত থাকায় পানির তোড়ে মূহুর্তে তারা দু’জন নিঁখোজ হয়।স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরিরা রাতে অনেক চেষ্টা করেও তাদেরকে উদ্ধার করতে পারেনি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান আরো জানান, পুলিশ কনষ্টেবল আবু মুসা ছুটিতে বাড়ি এসে স্ত্রী-পুত্র ও আত্মীয়-স্বজন নিয়ে মধুমতি নদীতে ঘুরতে গিয়েছিলেন।সন্ধ্যায় নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে তিনি শিশু পুত্রসহ নিঁখোজ হন। নিঁখোজ পুলিশ সদস্য আবু মুসা মোল্যা ও তার শিশু পুত্রকে উদ্ধারের জন্য বাইরে থেকে ডুবুরি উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।শনিবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত বাবা ও ছেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।
খুলনা গেজেট/এনএম