খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

নড়াইলে তিনদিন ব্যাপি মোসলেম মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে তিন দিনব্যাপি মোসলেম মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মেলা চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। রবিবার(১৭ অক্টোবর) সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের তারাপুরগ্রামে জারি সম্রাট মোসলেম উদ্দিন স্মৃতি পরিষদের আয়োজনে ৩ দিনব্যাপি মোসলেম মেলার উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী কে, এম খালিদ এমপি।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নড়াইল -১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, মোসলেম মেলা উদযাপন পর্ষদের আহবায়ক মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সদস্য সচিব সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুমার কুন্ডু, জারি সম্রাট মোসলেম উদ্দিন বয়াতির সন্তান অধ্যক্ষ রওশন আলী প্রমুখ।

প্রধান অতিথি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী কে, এম খালিদ এমপি নড়াইলের সাংস্কৃতিক উন্নয়নে সব সময় পাশে থাকার এবং সহযোগিতা করবার আশ্বাস দেন।

এর আগে তিনি নড়াইল সার্কিট হাউজে স্থানীয় সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা করেন। এসময় জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে মত বিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সাধারন সম্পাদক শরফুল আলম লিটু, এস. এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। এসময় বক্তারা নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা প্রধান অতিথির নিকট তুলে ধরেন। রাতেই তিনি নড়াইল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!