খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৬ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ২
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিচার দাবিতে মানববন্ধন

নড়াইলে ট্রাক চালক বিল্লাল হত্যা মামলার দুই আসামির রিমান্ড আবেদন

নড়াইল প্রতিনিধি

নড়াইলে লোহাগড়া উপজেলার দিঘলিয়া উত্তরপাড়ায় পাওনা সুদের টাকা না পেয়ে ট্রাক চালক বিল্লাল বিশ্বাস (৫৫) হত্যা মামলায় গ্রেফতারকৃত দুই আসামি কালু ও মিন্টুর ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এছাড়া বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় এলাকাবাসী ও পরিবারের আয়োজনে নিহত বিল্লাল হত্যার বিচার চেয়ে বাড়ির সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে এলাকার শতাধিক নারী, পুরুষসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তৃতা করেন নিহত বিল্লালের মেয়ে সুমাইয়া খাতুন, ছেলে বাপ্পি বিশ্বাস, বোন কোহিনুর বেগম, এলাকাবাসীর পক্ষে সৈয়দ বোরহান উদ্দিন, সৈয়দ নূর আলী, শিলা বেগম, জনি বেগম, শেখ কামাল, বাদশা বিশ্বাস, পিয়ার ফকিরসহ প্রমুখ।

বক্তারা বলেন, সুদের টাকা না পেয়ে অভিযুক্ত আসামীরা গত ৩ ডিসেম্বর বিল্লাল বিশ্বাসকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি কার্যকরসহ দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান করতে হবে।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, এ ঘটনায় এজাহারভুক্ত আসামী দিঘলিয়া গ্রামের কালু ও মিন্টুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে গতকাল মঙ্গলবার আদালতে ১০দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এখনো রিমান্ড মঞ্জুর হয়নি। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, সুদ দেয়ার শর্তে দিঘলিয়া গ্রামের ট্রাক চালক বিল্লাল বিশ্বাস প্রতিবেশি বাবু খাঁর কাছ থেকে ৬০ হাজার এবং কালু খাঁর কাছ থেকে তিন লাখ টাকা টাকা ধার দেয়। শর্ত মোতাবেক নির্ধারিত সময়ে মুল টাকা ও সুদের টাকা পরিশোধ না করায় গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে বাবু ও কালুসহ তাদের লোকজন বিল্লালকে ধরে নিয়ে মারপিঠ করে। এক পর্যায়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ বাপ্পি বিশ্বাস বাদী হয়ে লোহাগড়া থানায় ৭ জনকে আসামী করে ৪ ডিসেম্বর হত্যা মামলা দায়ের করেন।

 

খুলনা গেজেট /এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!