‘গরীব দুঃখীর মামলার ব্যয় বাংলাদেশ সরকার দেয়’ ‘গরীব দুঃখীর নাইরে ভয়, লিগ্যাল এইড হবে সহায়’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা জজ আদালত চত্ত্বরে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে কবুতর ও বেলুন উড়িয়ে সংক্ষিপ্ত আকারে দিবসের উদ্বোধন করা হয়।
করোনা সতর্কতায় এবার আয়োজন সীমিত আকারে পালিত হচ্ছে। এই উপলক্ষে দুপুরে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির নড়াইলের চেয়ারম্যান মুন্সি মোঃ মশিয়ার রহমান সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মাহারুফ হোসাইন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী আল মাসুদ, জিপি এড. অচীন কুমার চক্রবর্তী, পিপি এড. এমদাদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. উত্তম কুমার ঘোষ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, বিচারক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এনএম