মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নড়াইলে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দ্বিতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান করা হবে। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
এসময় অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যডভোকেট আলমগীর সিদ্দিকী, সাংবাদিক মলয় কন্তি নন্দী, মোস্তফা কামাল, মুন্সী আসাদুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্তরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সুত্রে জানাগেছে, জেলায় ৮ কোটি ৫১ লক্ষ ২৫ হাজার টাকা ব্যায়ে মোট ৪৭৭টি ঘর নির্মান করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৩২৫টি ঘর নির্মান করা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে ১২৫টি ঘর নির্মান করা হয়েছে। ২০ জুন সকালে নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিকি চাবি বিতরন ও মালিকানা হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এমএম