সারাদেশের ন্যায় নড়াইলে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ আগষ্ট) সকালে নড়াইল পৌরসভার আয়োজনে পৌরসভার ০৮ নং ওয়ার্ডের উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার পিতা গোলাম মোর্তজা স্বপন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, স্বাস্থ্য বিভাগ ও পৌরসভার কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও টিকা গ্রহনকারীরা এ সময় উপস্থিত ছিলেন।
জেলার ০৩ টি পৌরসভাসহ ৩৯টি ইউনিয়নে এ টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজ ২৬ হাজার ৪শ জনকে টিকা দেওয়া হবে। ইউনিয়ন পর্যায়ে ১ টি ওয়ার্ডে ৩ টি বুথের মাধ্যমে ৬ শ টিকা ও নড়াইল পৌরসভায় প্রতিটি ওয়ার্ডে ২ শ করে এবং কালিয়া পৌরসভায় প্রতিটি ওয়ার্ডে ১ শ করে টিকা দেওয়া হবে। টিকা গ্রহণ করতে সাধারন মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
খুলনা গেজেট/ এস আই