খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৬ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ২
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নড়াইলে কঠোর লকডাউনের ২য় দিন, আইন শৃংখলা বাহিনী তৎপর

নড়াইল প্রতিনিধি

করোনা সংক্রমন রোধে সারাদেশে চলমান কঠোর লক ডাউনের ২য় দিন আজ । নড়াইলে অপ্রোয়জনীয় মানুষের চলাচল নিয়ন্ত্রন করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত, সেনা বাহিনী, বিজিবির টহলসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে পুলিশ চেক পোষ্ট বসানো হয়েছে। যারা ঘরের বাইরে বের হয়েছেন কেন বের হয়েছেন কারন জানতে চাওয়া হচ্ছে, সঠিক জবাব না দিতে পারলে তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে ১১ মামলায় ১৫ জন অভিযুক্তকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নড়াইল সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ২৪৬ টি নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০.৪৮%। গতকাল ০১ জুলাই শনাক্তের হার ছিলো ৩৯.৬৫%। আক্রান্তদের মধ্যে নড়াইল সদর উপজেলার ৩৯ জন, লোহাগড়া উপজেলায় ৫ জন ও কালিয়া উপজেলায় ৩১ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ২৮৩৫ জনের, সুস্থ হয়েছে ২০৯২ জন। লোহাগড়া উপজেলায় নতুন ০১ জনের মৃত্যু নিয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৪৮ জন। মৃতদের মধ্যে নড়াইল সদর উপজেলায়-১৯ জন, লোহাগড়া উপজেলায় ১৫ জন ও কালিয়া উপজেলায় -১৪ জন। বর্তমানে নড়াইল সদর হাসপাতালে ৩৩ জন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন সহ মোট ৩৮জন চিকিৎসাধীন রয়েছে।

এদিকে করোনা সংক্রমন রোধে রাষ্ট্রিয় সিদ্ধান্তের পাশাপাশি নড়াইলে স্থানীয় জেলা প্রশাসন (০১ জুলাই থেকে ০৭ জুলাই) ০৭ দিনের লকডাউন ঘোষনা করে প্রজ্ঞাপন জারি করে। লক ডাউন এলাকায় সকাল ৭ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কাচা বাজার খোলা রাখা হয়েছে। এছাড়া সকল প্রকার ব্যাবসা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র, সকল প্রকার যানবাহন, আন্তঃজেলা ও দুর পাল্লার গণ পরিবহন চলাচল বন্ধ রয়েছে। উল্লেখ্য এর আগে (১২-১৯) জুন পর্যন্ত নড়াইল পৌরসভা ও ৩ টি ইউনিয়নে এক সপ্তাহ ও ১৯ জুন সমগ্র নড়াইল জেলায় ৭ দিন ও ২৭ জুন ৩ দিনের লকডাউনের ঘোষনা করা হয়।

নড়াইলে দায়িত্ব পালন করছেন যশোর সেনা বাহিনীর মেজর আতিক , তিনি জানান, সরকারের নির্দেশনা মোতাবেক সেনা প্রধানের নির্দেশনা মোতাবেক অসামরিক প্রতিষ্ঠানকে সহায়তা করার জন্য আমরা নিয়োজিত আছি। আমরা জনগনের পাশে আছি, সরকারি নিয়ম মেনে সবাই যাতে সবাই মিলে এই করোনা মহামারি থেকে সাবধানে থাকতে পারি , ভালভাবে থাকতে পারি সেইজন্য বাংলাদেশ সেনা বাহিনী দায়িত্ব পালন করে যাচ্ছি।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!