নড়াইল পৌরসভা এলাকায় অবস্থিত দক্ষিনপুর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সালমা ইয়াসমিন ও তার ছেলে ৫ম শ্রেণির এক শিক্ষার্থী তাহমিদ আহমেদ করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা বাড়িতে অবস্থান করছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন। স্বাস্থ্যবিধি মেনে ওই বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল দক্ষিনপুর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সালমা ইয়াসমিন গত ১৪ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হন। এরপর থেকে শিক্ষিকা ও তার ছেলে বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী আর বিদ্যালয়ে আসেনি। তবে গত ২৩ সেপ্টেম্বর তাহমিদের করোনা পরীক্ষা করা হলে তার করোনা শনাক্ত হয়।
এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর জাহান বলেন, যেহেতু বিদ্যালয়ের শিক্ষিকা সালমা ইয়াসমিনের করোনা শনাক্ত হওয়ার পর তিনি এবং তার ছেলে ৫ম শ্রেণির শিক্ষার্থী ১৪ তারিখের পর বিদ্যালয়ে আসেনি। এছাড়া বিদ্যালয়ের অন্য শিক্ষার্থী বা বাকি ১৩ জন শিক্ষক সকলেই সুস্থ রয়েছেন। সামগ্রিক অবস্থা বিবেচনা করে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক স্বাস্থবিধি মেনে সকল শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি।
খুলনা গেজেট/এনএম