আসন্ন নড়াইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুমান আরার নির্বাচনী প্রচার অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। মঙ্গলবার রাত দেড় টার দিকে মেয়র প্রার্থীর বাড়ির সামনে ৭ নং ওয়ার্ডের আলাদাতপুরে প্রচার কেন্দ্র ও ১ নং ওয়ার্ডে ডুমুরতলা প্রচার কেন্দ্র আগুন ধরিয়ে দেয় দুর্বত্তরা। এসময় দু’টি অফিসের চেয়ার-টেবিল, ব্যানার ও পোস্টার পুড়ে যায়।
নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা বলেন, গভীর রাতে পৌর এলাকার আদালতপুর ও ডুমুরতলা নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুনে দু’টি অফিসের চেয়ার-টেবিল, ব্যানার ও পোস্টার পুড়ে গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি নড়াইল পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৪ জন, আওয়ামী লীগের আঞ্জুমান আরা, বিএনপির জুলফিকার আলী মন্ডল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওঃ মোহাম্মদ খায়রুজ্জমান ও স্বতন্ত্রপ্রার্থী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৩৪ হাজার ৩১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৭০৪ জন এবং মহিলা ভোটার ১৭ হাজার ৬০৯ জন।
খুলনা গেজেট/এনএম