নড়াইলের কালিযা উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের বড়নাল গ্রামে বৈদ্যুতিক সটসার্কিট থেকে বসত ঘরের ভিতরে আগুনে পুড়ে এক ঘুমন্ত শিশু শ্রাবণী (৪) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত ১০ টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, বড়নালগ্রামের মিশার শেখের মেয়ে জামাই দিনমজুর খুলনা তেরখাদা নিবাসী হেকমত আলী ওরফে আলী প্রায় ২ মাস আগে স্ত্রী সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস শুরু করেন। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তাদের বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে, এসময় শিশুটি একা ঘরে ঘুমিয়ে ছিলো। শিশুটির পিতা মাতা এই সময়ে ঘরের বাইরে সংসারের কাজ করছিলেন। তাদের বসবাসের ঘরটি কাঠের এবং ঘরের মধ্যে পাটকাঠি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে এবং এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম