নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের মূলখানা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রায়হান ফকির ওরফে রানা ফকির নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াগাতির থানার মূলখানা গ্রামের সবুর ফকির ও মান্নান শিকদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ-সংঘাত চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার দুপুরে মান্নান শিকদার গ্রুপের লোকজন প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রায়হান ফকির রানা, মশিয়ার চৌকিদার, চাঁন মিয়া, নাসির শেখ, আরজ আলী ফকিরসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের গোপালগঞ্জ হাসপাতালে নেয়ার পথে সবুর ফকির পক্ষের সমর্থক রানা ফকির মারা যান। নিহত রানা মূলখানা গ্রামের ফায়েক ফকিরের ছেলে এবং একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করতেন।
সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রিপন চন্দ্র সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
খুলনা গেজেট/কেএম