নড়াইলের দুটি পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফলে জানাগেছে, নড়াইল পৌরসভা আওয়ামীলীগের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা পেয়েছেন ১৯হাজার ২৬ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপির (ধানের শীষ) জুলফিকার আলী মন্ডল পেয়েছেন ৪হাজার ৩শ ৬২ভোট। নড়াইল পৌরসভায় ভোটার রয়েছে ৩৪ হাজার ৩১৩। ভোট পড়েছে ৭৪.৯২ ভাগ।
বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় আওয়ামীলীগের আঞ্জুমান আরা বলেন, নড়াইল পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কালিয়া পৌরসভা
কালিয়া পৌরসভায় আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা ১২হাজার ২১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি বিএনপির সমর্থিত প্রার্থী স.ম ওয়াহিদুজ্জামান মিলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬২৬ ভোট। কালিয়া ভোটার রয়েছে ১৬হাজার ৩৮৩ জন। কালিয়া পৌরসভায় ভোট পড়েছে ৮২ ভাগ।
আওয়ামীলীগের প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা এক প্রতিক্রিয়ায় বলেন, ভোটাররা বঙ্গবন্ধুর কন্যা আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার উপহার নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ওয়ালিউল্লাহ বলেন, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে জেলার দু’টি পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো জাল ভোট বা কারচুপির ঘটনা ঘটেনি।
খুলনা গেজেট/এ হোসেন