বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় স্থানীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অ-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা কুষ্টিয়া জেলা দল নড়াইল জেলাকে হারিয়ে ফাইনালে খেরার যোগ্যতা অর্জন করেছে।
সোমবার (২ জানুয়ারি) সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় কুষ্টিয়া জেলা টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯টি উইকেট হারিয়ে ২১৫ রান করে। দলের পক্ষে সানজিদ রাজ অপরাজিত সর্বোচ্চ ১০৬ রান করে।
জবাবে ২১৬ রানের বড় টার্গেট নিয়ে খেলতে নেমে নড়াইল জেলা ২৩.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮১ রান করে। ফলে কুষ্টিয়া জেলা ১৩৪ রানে জয়লাভ করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে।
আগামী ৪ জানুয়ারি সাতক্ষীরা জেলা ও কুষ্টিয়া জেলার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/ এসজেড