জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনের দিকে যাবো। নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন ছাড়া একটি নিতুন সংবিধান কিংবা সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বরিশাল ক্লাবে অনুষ্ঠিত বরিশাল মহানগর জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত দিয়ে নাহিদ বলেন, আমরা ন্যূনতম সংস্কারের কথা বলছি। ন্যূনতম সংস্কার বলতে কিছুই নেই। আমাদের মৌলিক ও গুণগত সংস্কার করতে হবে এবং এ সংস্কার বর্তমান সরকারের অধীন হতে হবে। মানুষ রক্ত দিয়ে বর্তমান সরকারকে এনেছে পরিবর্তনের জন্য, বিচারের জন্য। সেই ওয়াদা বর্তমান সরকার এবং আমাদের রয়েছে। যে সময়সীমা রয়েছে তার মধ্যে সংস্কার এবং দৃশ্যমান বিচারের মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যেতে পারবো।
তিনি আরও বলেন, গণঅভূত্থানের শক্তির সঙ্গে আপোষ করে কোন রাজনৈতিক দলের সঙ্গে আমরা সমঝোতায় যাবো না। আমাদের ঐক্যের জায়গাটা হচ্ছে জুলাই গণঅভ্যূত্থান, শহিদদের আকাংঙ্খা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশের আকাংঙ্খা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে পটুয়াখালীর দুমকীতে জুলাই অভ্যুত্থানে শহিদ জসিমউদদীনের কবর জিয়ারত করেন নাহিদ ইসলাম।
খুলনা গেজেট/ টিএ