খুলনার গোবরচাকা ন্যাশনাল হাই স্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বিমল সাহাকে কমিটির আহবায়ক, শাহীন হাসান মুন্না ও মোর্তজা মাহমুদ তুষার যুগ্ম আহবায়ক ও রাকিব মুন্সি সদস্য সচিব নির্বাচিত হয়েছে। এছাড়াও কমিটির প্রাক্তন সভাপতি মুন্সি মুহম্মদকে কমিটির প্রধান উপদেষ্টা নির্বাচিত করা হয়।
শুক্রবার বিকেল ৪টায় স্কুল প্রাঙ্গনে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের এক বিশেষ সাধারণ সভায় পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। প্রাক্তন শিক্ষার্থী পরিষদের বর্তমান সভাপতি মুন্সি মুহম্মদের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন বর্তমান সাধারণ সম্পাদক বিমল সাহা। সভার শুরুতে স্কুলটি এমপিওভুক্ত হওয়ায় খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল ও স্কুলের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এছাড়াও তাদের সম্মাননা জানানোর জন্য সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। একইসাথে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে স্কুলের একটি রি-ইউনিয়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসকল অনুষ্ঠান স্কুলের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সাথে আলোচনা ও সমন্বয় করে করার বিষয়ে সকলে ঐক্যমত পোষণ করেন।
নতুন আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ- ফখরুজ্জামান সজল, আবুল বাশার, মাসুদ হাসান বাবু, হাসান মাহমুদ, লিটন মাহমুদ, রফিকুল ইসলাম, আশিষ সাহা, মুন্না মল্লিক, রাজির মুন্সি, আফিয়া আঞ্জুম, শারমিন আক্তার সুমাইয়া, অমিত সাহা, সুমি আক্তার, আরেফিন ঈশান, জান্নাতুল ফেরদৌস, শেখ সোহেল, হাসিবুল ইসলাম আকাশ, মোঃ রিয়াজ, চন্দন কর্মকার, প্রিতি ও সালমা আক্তার জেরিন। সভায় ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জুবায়ের হোসেন জনি, হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ টি আই