খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ এসব কর্মসূচী পালন করে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা এ দাবিতে ব্যানার ও প্লাকার্ড নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। পরে সেখান থেকে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশে যুক্ত হয়।

মানববন্ধনকারীরা জানান, দীর্ঘ ২ বছর তারা এই প্রকল্পের আওতায় কাজ করে নিজেদের ভাগ্যের চাকা ঘুরিয়ে ছিলেন। ঘুচিয়ে ছিলেন বেকারত্ব, সংসারের অভাব অনটন। নিজেদেরকে সমাজের একজন মানুষ হিসাবে গন্য করতে শুরু করেছিলেন। কিন্তু, প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় তাদের সব আশা ভরসা বন্ধ হয়ে যায়। তাই এই প্রকল্পটি পুনরায় চালু করার জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সমাবেশে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুর রহমান (রাজা), যুগ্ম-সাধারন সম্পাদক মো. দুলাল মোল্যা, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মিহির কান্তি গোলদার, সাধারন সম্পাদক মো. রাইসুল ইসলাম, ন্যাশনাল সাভিস কর্মী রবিউল ইসলাম, সৈয়দা পলি আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সব কর্মসূচিতে দেশের ৩৭টি জেলার ১২৮টি উপজেলার ন্যাশনাল সার্ভিসের কর্মীরা অংশগ্রহণ করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!