খুলনা, বাংলাদেশ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কুয়েটের অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব পেলেন মো. হযরত আলী
  নারায়ণগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩
  আকাশসীমা বন্ধ ঘোষণায় ভারতে ঢুকতে পারবে না পাকিস্তানের কোনো বিমান

ন্যায্য মজুরির দাবিতে উপকূলের খেটে খাওয়া মানুষের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীর

উপকূলীয় মানুষের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় দরিদ্র শ্রমজীবি জনগোষ্ঠির লোকজন। বৃহস্পতিবার (১মে) উপজেলার বুড়িগোলিনী ইউনিয়ন পরিষদ সংলগ্ন আশ্রয়ণ প্রকল্প প্রাঙ্গণে স্থানীয় জনগোষ্ঠী, সবুজ সংহতি, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র সহযোগিতায় এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয় ।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্থানীয় কৃষাণী কৌশল্যা মুন্ডা। বক্তব্য রাখেন, নারী শ্রমিক মাধবী রানী, কল্যাণী মুন্ডা, সবুজ সংহতি’র সদস্য দিলীপ মাঝি, যুব সংগঠক স.ম ওসমান গনী, এসএসএসটি’র মাসুম বিল্লাহ, ওবায়দুল্লাহ আল মামুন, সবুজ বিল্লাহ, বারসিক কর্মকর্তা বাবলু জোয়ারদার, বিশ্বজিৎ মন্ডল, মনিকা পাইক, বরষা রাণী, প্রতিমা চক্রবর্তী প্রমুখ।

বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় দিনমজুরের চাহিদা অনেক বেশি। পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরা স্থানীয় কাঁকড়ার খামার, মাছের ঘের, নির্মাণ কাজে, মাটিকাটা, গ্রামীণ রাস্তানির্মাণ ও সংস্কার এবং কৃষিকাজ করে থাকেন। কাঁকড়ার খামারে আন্তর্জাতিক শ্রম আইন লঙ্ঘন করে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হয়। অথচ মজুরি দেওয়া হয় যৎসামান্য। সর্বক্ষেত্রেই ন্যায্য মজুরি বঞ্চিত হন তারা।

বুড়িগোয়ালিনী গ্রামের নারী শ্রমিক মাধবী রানী বলেন, পুরুষের সাথে একই কাজ করেও আমরা অর্ধেক মজুরি পাই। হাড়ভাঙা পরিশ্রমের পরও যথাযথ মূল্যায়ন করা হয় না।

অবস্থান কর্মসূচি শেষে উপস্থিত নারী-পুরুষের সমন্বয়ে সচেতনতামূলক পথনাটক ‘ঘামের দাম কোথায়’ প্রদর্শন করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!