খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে সাত খুনের ঘটনায় জড়িত সন্দেহে আকাশ মন্ডল ইরফানকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব
  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ

নৌকার সমর্থকদের হাতে স্বতন্ত্র প্রার্থী অবরুদ্ধ, আহত ৩ সাংবাদিক

গেজেট ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। দেশজুড়ে ৪২ হাজারেরও বেশি কেন্দ্রে এই ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যেই লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানকে একটি কেন্দ্রে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে।

এ সময় ছবি তুলতে গেলে হামলা চালানো হয়। এতে চালকসহ তিন সাংবাদিক আহত হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) দুপুর ১ টার দিকে উপজেলার পূর্ব সারডুবি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি আবদুর রহিম, সাংবাদিক মিনহাজ ও মাসুদ বাবু।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে পূর্ব সারডুবি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটের অনিয়মের খবর পেয়ে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ওই কেন্দ্রে যান। এসময় নৌকার প্রার্থীর সমর্থকরা তাকে অবরুদ্ধ করে রাখেন।

পরে খবর পেয়ে সাংবাদিকরা সেখানে উপস্থিত হলে তাদের ওপর আক্রমণের ঘটনা ঘটে। এ সময় গাড়ির চালকসহ তিন সাংবাদিক আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার সাইফুল ইসলাম জানান, বিষয়টি শোনার পরেই সেখানে পুলিশ-বিজিবি সদস্যসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত হয়। তবে কি কারণে এমন হয়েছে তা এখনও জানা যায়নি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!