খুলনা, বাংলাদেশ | ১৪ মাঘ, ১৪৩১ | ২৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রানিং স্টাফরা কর্মবিরতিতে, সারা দেশে বন্ধ হল ট্রেন চলাচল

নৌকার সমর্থকদের হাতে স্বতন্ত্র প্রার্থী অবরুদ্ধ, আহত ৩ সাংবাদিক

গেজেট ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। দেশজুড়ে ৪২ হাজারেরও বেশি কেন্দ্রে এই ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যেই লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানকে একটি কেন্দ্রে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে।

এ সময় ছবি তুলতে গেলে হামলা চালানো হয়। এতে চালকসহ তিন সাংবাদিক আহত হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) দুপুর ১ টার দিকে উপজেলার পূর্ব সারডুবি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি আবদুর রহিম, সাংবাদিক মিনহাজ ও মাসুদ বাবু।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে পূর্ব সারডুবি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটের অনিয়মের খবর পেয়ে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ওই কেন্দ্রে যান। এসময় নৌকার প্রার্থীর সমর্থকরা তাকে অবরুদ্ধ করে রাখেন।

পরে খবর পেয়ে সাংবাদিকরা সেখানে উপস্থিত হলে তাদের ওপর আক্রমণের ঘটনা ঘটে। এ সময় গাড়ির চালকসহ তিন সাংবাদিক আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার সাইফুল ইসলাম জানান, বিষয়টি শোনার পরেই সেখানে পুলিশ-বিজিবি সদস্যসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত হয়। তবে কি কারণে এমন হয়েছে তা এখনও জানা যায়নি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!