রাজস্থান রয়্যালসের বিপক্ষে শুক্রবার রাতে হাড্ডাহাড্ডি লড়াই হয় দিল্লি ক্যাপিটালসের। ২২২ রান তাড়া করতে নেমে শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৩৬ রান। রোভম্যান পাওয়েল রাজস্থানের বোলার ওবেদ ম্যাককয়কে প্রথম বলে ছক্কা হাঁকান, দ্বিতীয় বলেও ছক্কা হাঁকান, এমনকি তৃতীয় বলেও।
কিন্তু এখানেই দেখা দেয় আপত্তি। ছক্কা হলেও বলটি ছিল কোমর উচ্চতায়। আম্পায়ার নিতিনি মেনন নো বল না দেওয়ায় ডাগআউট থেকে দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত আপত্তি তোলেন। এমনকি ব্যাটসম্যানদের উঠে আসতেও বলেন। ম্যাচ শেষ হওয়ার পরও বিষয়টি নিয়ে তিনি আম্পায়ারের সঙ্গে কথা বলেন।
যদিও বিষয়টি ছিল দৃষ্টিকটু। সেটার জন্য খেসারতও দিতে হয়েছে তাকে। শনিবার আইপিএলের ডিসিপ্লিনারি কমিটি পন্তকে তার ম্যাচ ফি’র শতভাগ জরিমানা করেছে। পন্তের আপত্তির সঙ্গে শার্দুল ঠাকুরও আপত্তি তোলায় তারও ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। এ ছাড়া সহকারী কোচ প্রাভিন আমরেকে এক ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ম্যাচ ফি’র শতভাগ জরিমানা করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই