নোয়াখালীর চাটখিলে এক বিধবা নারীর ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আখি আক্তার (৩৫) উপজেলার দৌলতপুর গ্রামের বড় বাড়ির মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।
মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে পুলিশ মরদহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এর আগে সোমবার (২২ আগস্ট) দিবাগত রাতের কোন এক সময় নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ওই নারী।
চাটখিল থানার পরিদর্শক(তদন্ত) হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, তিন সন্তনি নিয়ে আখি বসবাস করতেন। সোমবার (২২ আগস্ট) রাতের কোন এক সময়ে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরিদর্শক তদন্ত আরও বলেন, পরে মঙ্গলবার সকাল ৭টার দিকে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার তরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে তাৎক্ষণিক ওই নারীর আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।
খুলনা গেজেট/এমএনএস