সাতক্ষীরায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরিসহ বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২ ডিসেম্বর) তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ.দা.) শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে তদারকি করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় ৪টি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। বেকারি খাদ্যের মোড়কে মেয়াদ, মূল্য, উপাদান উল্লেখ না করা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় এ জরিমানা করা হয়। সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মোকলেছুর রহমান তদারকিতে সহায়তা করেন।
ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন পাটকেলঘাটা থানা পুলিশ ও ক্যাব প্রতিনিধি সাতক্ষীরা। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
খুলনা গেজেট /এমএম