খুলনা, বাংলাদেশ | ২০ ফাল্গুন, ১৪৩১ | ৫ মার্চ, ২০২৫

Breaking News

  ভারতের বিভিন্ন কারাগারে এক হাজার ৬৭ জন বাংলাদেশির নাম পাওয়া গেছে, সেখানে গুমের শিকার কেউ আছে কিনা অনুসন্ধান চলছে : গুম সংক্রান্ত তদন্ত কমিশন
  তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের অর্থপাচার মামলার রায় ৬ মার্চ : আপিল বিভাগ

নৈহাটী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন দিঘলিয়া ওয়াইএমএ

দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া ইয়ং মেনস অ্যাসোসিশন কর্তৃক আয়োজিত ‘এমপি আব্দুস সালাম মুর্শেদী চ্যালেঞ্জ কাপ’-৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে দিঘলিয়া ওয়াইএমএ।

রোববার (২৪ জানুয়ারি) বিকাল ৩ টায় দিঘলিয়া এমএ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় দিঘলিয়া ওয়াইএমএ ১-০ গোলে রুপসা নৈহাটী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় ওয়াইএমএ’ র চৌকস খেলোয়ার শেখ আশা এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় একই দলের খেলোয়ার সোহাগ।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সাংসদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুবুল আলম। উপস্থিত ছিলন প্রকৌশলী বাসুদেব ঘোষ, ক্রীড়াবিদ মো. মিলজার হোসেন ও তাঁর সহধর্মিণী রেহেনা পারভীন, ইউপি চেয়াররম্যান মোল্যা ফিরোজ হোসেন, গাজী জিয়াউর রহমান প্রমূখ।

খেলা শেষে টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি ও দিঘলিয়া ইয়াং মেনস অ্যাসোসিশনের সভাপতি খান নজরুল ইসলাম চ্যাম্পিয়ন দলের ম্যানেজার মো. আনছার আলী ও মো. নাসির বাওয়ালীর হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং ২৫ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন।

 

খুলনা গেজেট / এআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!