খুলনা, বাংলাদেশ | ১৫ মাঘ, ১৪৩১ | ২৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, শুরু হয়েছে ট্রেন চলাচল

নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে হবে :  ডা. শফিকুর রহমান

গেজেট ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, চিকিৎসকদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। একজন চিকিৎসকই পারেন মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে। সুতরাং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সকলে স্ব স্ব দায়িত্ব পালন করলে বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তিনি মনে করেন। আল্লাহ’র পরেই ডাক্তারদের স্থান মনে করে যেহেতু রোগীরা স্বাস্থ্যসেবা গ্রহণ করে থাকেন সেহেতু ডাক্তারদেরও সে বিষয়টি মাথায় রেখে মানবিকতার সাথে এগিয়ে আসতে হবে।

তিনি গতকাল শনিবার রাতে নগরীর অভিজাত হোটেলে -এ ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) খুলনার উদ্যোগে অনুষ্ঠিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এনডিএফ খুলনার সভাপতি ডা. এহসানুল কবীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা: আসাদুল্লাহিল গালিবের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা. মাহমুদ হোসেন। সমাবেশে স্বাগত বক্তৃতা করেন খুলনা মেডিকেল কলেজ সভাপতি ডা. ফররুখ আহম্মদ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারি পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য মাষ্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হোসাইন, মহানগর নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারী এড. শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলা সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, খুলনা বিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: সেখ আকতারুজ্জামান, এনডিএফ এর কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আতিয়ার রহমান, যশোর এনডিএফ সভাপতি ডা. শরীফুজ্জামান রঞ্জু, ডা. আসমা বিনতে খায়ের, ডা. ইসা নূর, খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা: শেখ আবু শাহীন, খুমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা: মহসীন আলী ফরাজী, খুলনা মেডিকেল কলেজের সাবেক সভাপতি ডা. খালিদুজ্জামান প্রমুখ। এতে কুরআন তেলাওয়াত করেন ডা. নাঈম উদ্দিন। খুলনা মেডিকেল কলেজের সাবেক সভাপতি ডা. মুহিব্বুর রহমান রাফে ‘চিকিৎসা পেশায় মুসলিম চিকিৎসকদের ভুমিকা’ শর্ষিক একটি প্রেজেন্টেশন দেন।

এনডিএফ খুলনা জেলা সদস্য ডা. শামীম পারভেজ প্রিন্স সমাবেশে ১৬ দফা জাতীয় স্বাস্থ্যনীতি প্রস্তাবনা পেশ করেন। – খবর বিজ্ঞপ্তির।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!