খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

নেপাল ম্যাচ নিয়ে চ্যালেঞ্জের মুখে বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

অনলাইনে ছাড়া অন্য কোনো ফেডারেশনের পক্ষে এখনও মাঠে বা ম্যাটে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। সেখানে ব্যতিক্রম বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তারা বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলতে যাচ্ছে নেপালের সাথে দু’টি ফিফা প্রীতিম্যাচ। সব ঠিক থাকলে ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দু’টি। এখন এই ম্যাচ দু’টি আয়োজনই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য। করোনার ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ম্যাচ বলেই নানা সমীকরণ। এ দিকে এই ম্যাচকে ঘিরে ২৩ অক্টোবর থেকে বাড্ডার বেরাইদে শুরু হতে যাচ্ছে জাতীয় দলের ক্যাম্প। বাংলাদেশ দলকে ট্রেনিং করানোর জন্য ২৮ অক্টোবর ঢাকায় আসছেন কোচ জেমি ডে ও স্টুয়ার্ট ওয়াটকিস। বাফুফে সেক্রেটারি আবু নাঈম সোহাগ জানান এ তথ্য।

এর আগে বিশ্বকাপ বাছাই উপলক্ষে জাতীয় দলের ক্যাম্প আয়োজনটা বাফুফের জন্য সুখকর ছিল না। ১৮ ফুটবলারের করোনা ধরা পড়াটাই ছিল সে সময়ের আলোচিত। পরে অবশ্য সবাই সুস্থ হয়ে যায় বাফুফের যথাযথ ব্যবস্থায়। এবারো ক্যাম্পের আগে করোনা টেস্ট হবে। সে সাথে নেপাল দলকে বাংলাদেশে আসার আগে করোনা টেস্ট করিয়েই বিমানে উঠতে হবে। এর পরও ঢাকায় আসার পর কোয়ারেন্টিনে থাকাটা বাধ্যতামূলক। তাই ১৩ নভেম্বর প্রথম ম্যাচের আট দিন আগে আসবে নেপাল দল। বাংলাদেশের দুই কোচ জেমি ও স্টুয়ার্টও ২৮ অক্টোবর এসে চলে যাবেন কোয়ারেন্টিনে। এরপর করোনা নেগেটিভ হলেই অনুশীলন করানোর সুযোগ।

যেহেতু ফিফা প্রীতিম্যাচ তাই সবই হবে ফিফা-এএফসির করোনা প্রটোকল অনুযায়ী। তাদের গাইড লাইনের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই। বাফুফের মেডিক্যাল কমিটি এই নির্দেশনা মেনেই ম্যাচ আয়োজন করবে। এর বিচ্যুতি হলেই বিপদ। করোনার কারণে একেবারে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ খেলবে বাংলাদেশ ও নেপাল এমন নয়। কয়েক হাজার দর্শকের মাঠে প্রবেশের অনুমিত মিলতে পারে এমন ইঙ্গিত দিলেন বাফুফে সেক্রেটারি। তবে সব কিছুই এখন নির্ভর করছে নেপালের চূড়ান্ত সম্মতির পর। যদিও এখন পর্যন্ত সব কিছু ইতিবাচক পথেই হাঁটছে। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের (আনফা) সবুজ সঙ্কেত মিললেই বাকি আনুষ্ঠানিকতা সারবে বাফুফে। মানে ম্যাচ কখন হবে, কোন টেলিভিশন খেলা সরাসরি সম্প্রচার কবরে ইত্যাদি। স্বল্প সময়ের প্রস্তুতিতে ম্যাচ দুটি হওয়ায় ইনজুরির শংকা আছে জাতীয় দলের ফুটবলারদের।

করোনা ঝুঁকি এড়াতে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে পুরোপুরি স্যানিটাইজ করতে হবে। যেহেতু আন্তর্জাতিক ম্যাচ তাই এটিতে ঘিরে অনুষ্ঠিত হবে আন্তঃমন্ত্রণালয় মিটিং। বাফুফের নবনির্বাচিত কমিটির অধীনে প্রথম আয়োজন এই দুই ফিফা প্রীতিম্যাচ। যদিও এর আগে মাঠে গড়ানোর কথা স্থগিত হয়ে যাওয়া মহিলা লিগ। শুরু হতে পারে জেএফএ কাপ মহিলা ফুটবলও। অবশ্য নতুন কমিটির দায়িত্ব নেয়ার আরো আগে এবং নির্বাচনের আগেই প্রীতিম্যাচ আয়োজনের চেষ্টা চালায় বাফুফে। নির্বাচনের পরপরই ৫ অক্টোবর তাদের ফের যোগাযোগ শুরু নেপাল, মালদ্বীপ, ভুটান ও শ্রীলঙ্কার সাথে। তিন দেশ রাজি না হলেও শেষ পর্যন্ত নেপালই সম্মত হয় ঢাকায় এসে ম্যাচ খেলতে। এই ম্যাচ দুই দেশের র‌্যাঙ্কিংয়ে বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!