নেত্রকোনার মদন উপজেলায় পর্যটন কেন্দ্র মিনি কক্সবাজার নামে খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে এসে নৌকা ডুবিতে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১ জন।
বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালী কান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনা ও হতাহতদের বিষয়ে নিশ্চিত করেছেন ওসি রমিজুল হক।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ গণমাধ্যমকে জানান, ট্রলারের যাত্রীদের মধ্যে ময়মনসিংহের একটি মাদ্রাসা শিক্ষার্থী এবং মদন উপজেলার তেলিগাতি ইউনিয়নের যাত্রী ছিলেন। মোট ৪৬ জন ওই ট্রলারে ছিলেন।
ট্রলারডুবির পর তাৎক্ষণিকভাবে স্থানীয়রা দুজনের লাশ উদ্ধার করেন। পরে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা এসে আরো ১৫ জনের লাশ উদ্ধার করেন। মোট ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান ইউএনও।
উদ্ধার হওয়া মরদেহের মধ্যে দুজনের মরদেহ শনাক্ত করা হয়েছে। তার হলেন, লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার(৭) নামের দুই বোন। তারা চরশিতা ইউনিয়নের ওয়ারেছ উদ্দিনের মেয়ে। বাকিদের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৫নং চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ওই ট্রলারে যাত্রীরা ঘুরতে মিনি কক্সবাজার উচিতপুরে আসে। পরে ঘুরতে গেলে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এতে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
খুলনা গেজেট / এমএম