মহানগর আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশের ও জনগণের স্বার্থে রাজনীতি করি। রাজনীতি করতে গিয়ে কোন অকল্যাণকর অবস্থা দেখলে তার প্রতিকার করি। জনগণের কল্যাণের কথা চিন্তা করে জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রলীগ থেকে এ পর্যন্ত রাজনীতি করে আসছি। কোন অশুভ শক্তি বা অন্যায়ের কাছে মাথা নত করিনি। যতদিন বেঁচে আছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে যাবো।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা বঙ্গবন্ধুর আদর্শের দুঃসময়ের পরীক্ষিত সৈনিক। আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার পিছনে আপনারাই হলেন মূল চালিকাশক্তি। আপনাদের কারণেই আমি বার বার মেয়র নির্বাচিত হয়েছি। ইনশাল্লাহ ১২ জুনের নির্বাচনে আপনাদের দক্ষ পরিচালনায় নৌকা নিয়ে আমি আবারো বিজয়ী হবো। প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে এনে বিজয় নিশ্চিত করতে হবে।
শনিবার বিকাল সাড়ে ৪টায় খুলনা লায়ন্স স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময়ে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তসলিম আহম্মেদ আশার পরিচালনায় এসময়ে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্যানেল মেয়র আলী আকবর টিপু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ এনামুল কবীর, সোনাডাঙ্গা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরজাহান রুমি, যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, ছাত্রলীগ নেতা রুম্মান আহম্মেদ। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, মোঃ শাহাজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ নুর মোহাম্মদ, এস এম আকিলউদ্দিন, আলাউদ্দিন আল আজাদ মিলন, আমীর হোসেন, এস এম রাজুল হাসান রাজু, এম এম কবির উদ্দিন বাবলু, আব্দুল কাইয়ুম গোরা, টি এম আরিফ, কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবী, কাউন্সিলর মাহমুদা বেগম, মোক্তার হোসেন, এ্যাড. এনামুল হক, মো. কামরুজ্জামান, মোঃ রুহুল আমীন খান, আলী আকবর, শিপন চৌধুরী, এডঃ সোহেল পারভেজ, মেহজাবিন খান, তোতা মিয়া ব্যাপারী, রাজ্জাক হোসেন, সোহেল চৌধুরী, শেখ মোহাম্মদ নুর ইসলাম, চ ম মুজিবর রহমান, শেখ আবিদ উল্লাহ, শেখ আব্দুল আজিজ, শেখ জাহিদুল হক, শেখ মোঃ জাহিদুল ইসলাম, শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, মীর মোঃ লিটন, সরদার আব্দুল হালিম, শেখ মোঃ রুহুল আমীন, মোঃ জাকির হোসেন, ডঃ নাজমা বেগম, জাহানারা সিরাজ, মনোয়ারা বেগম, লুৎফুন্নাহার লিলি, কবিতা অসিরন, কহিনুর রাজ্জাক, শাহানা ভানু, কবিতা আহম্মেদ, তামান্না ইসলাম, আছমা বেগম, লাকি আক্তার, সাবিহা ইসলাম আঙ্গুরী, রোজী ইসলাম নদী, মাহমুদুর রহমান রাজেসসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এর পরে তিনি নগরীর ৫নং ওয়ার্ডে কর্মীসভায় অংশগ্রহণ করেন।
খুলনা গেজেট/ এসজেড