খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে সিটি নির্বাচনে নৌকার জয় হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নেতাকর্মীদের আরোও ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। সিটি নির্বাচনে আমাদের যেসব ওয়ার্ডে ভোটারদের উপস্থিতি কম ছিলো সেখানে নেতাকর্মীদের অধিক তৎপর হতে হবে। নেতাকর্মীদের মধ্যে কোন ধরণের বিভাজন রাখা যাবে না। তিনি নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরো বলেন, চারিপাশে স্বাধীনতা বিরোধী এবং ১৫ ও ২১ আগস্ট সৃষ্টিকারীরা ছড়িয়ে পড়েছে। তারা শান্তিপূর্ণ দেশকে অশান্ত করার অপতৎপরতার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সকলকে সতর্ক থাকতে হবে। ওই সকল ষড়যন্ত্রকারীদেরকে মোকাবেলা করে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এর কোন বিকল্প নাই।
মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময়ে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান, সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন, বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, সম্পাদক মন্ডলীর সদস্য শেখ মো. আনোয়ার হোসেন, মো. শাহজাদা, প্যানেল মেয়র আলী আকবর টিপু, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, শেখ মো. জাহাঙ্গীর আলম, শেখ ইউনুছ আলী, কামরুল ইসলাম বাবলু, বীরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, শেখ মো. মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান, মাহবুবুল আলম বাবলু মোল্লা, এ্যাড. মো. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম তসলিম আহমেদ আশা, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, জেসমিন সুলতানা বিথী, নাসরিন আক্তার তন্দ্রা, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ শেখ আব্দুল জব্বার, এ্যাড. শামীম আহমেদ পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যা. ইব্রাহীম খলিল ইমন সহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং নবনির্বাচিত দলীয় কাউন্সিলরবৃন্দ।
সভায় আগামী ৬ জুলাই দুপুর ১২টায় জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত এবং সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত হয়। – খবর বিজ্ঞপ্তির