ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নেকাব পরায় এক ছাত্রীর সেমিস্টার ফাইনালের ভাইভা না নেওয়ায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার (২১ জানুয়ারি) সকালে ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলন এ কর্মসূচি পালন করেন। পরে চার দফা দাবি নিয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, পর্দা মুসলিম নারীর রক্ষাকবচ ও আত্মপরিচয়ের হাতিয়ার। কিন্তু স্বাধীন দেশের একটি সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারীর অধিকারের ক্ষেত্রে শিক্ষকদের এমন নগ্ন হস্তক্ষেপ চরমভাবে আঘাত করেছে। এটি সম্মান ও নাগরিক অধিকার হরণের নামান্তর। নেকাব না খোলায় ভাইবা থেকে বের করে দেওয়ায় সংবিধানের ধর্মীয় স্বাধীনতার বিধানকে লঙ্ঘন করা হয়েছে। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি। একইসঙ্গে এ ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখবেন বলে আশা করি।
সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মাদ আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদ্য সাবেক কেন্দ্রীয় শুরা সদস্য মু. নাঈম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক আল-ইমরান, প্রশিক্ষণ সম্পাদক মু. সাজ্জাদ সাব্বির বক্তব্য রাখেন।
খুলনা গেজেট/ টিএ