বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের জয়রথ ছুটে চলছে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে খেলা এখন পর্যন্ত সবকটি ম্যাচ জিতেছে তারা। আজ শুক্রবার তারা ২-০ গোলে হারিয়েছে পেরুকে।
এই ম্যাচে ব্রাজিলের জয়ের নায়ক নেইমার। নিজে একটি গোল করেছেন, আরেকটি গোলে রেখেছেন অবদান।
ম্যাচের ১৪ মিনিটে ব্রাজিল এগিয়ে যায়। নেইমারের বড়ানো বল ধরে রিভইরোর শট পেরুর গোলকিপারের হাতে লাগলেও বল জালে জড়ায়।
ম্যাচের ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। ফাঁকায় একটি বল পেয়ে নেইমার সহজেই বল জালে জড়ান।
বিশ্বকাপ বাছাইয়ে দিনের আরেক ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বলিভিয়াকে। যাতে লিওনেল মেসি করেছেন হ্যাটট্রিক।
কোপা আমেরিকা কাপ জয়ের পর এই প্রথম ঘরের মাঠে খেলতে নামে আর্জেন্টিনা। আর ম্যাচটি রাঙিয়েছেন মেসি। ম্যাচের ১৪, ৬৪ ও ৮৮ মিনিটে তিনটি গোল করেন তিনি।
এই ম্যাচে চমৎকার হ্যাটট্রিক করে ব্রাজিলীয় কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন মেসি। জাতীয় দলের হয়ে পেলে করেছিলেন ৭৭ গোল। আর মেসি করেছেন ৭৯ গোল।
বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে ব্রাজিল। আট ম্যাচে তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট। সমান ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।