খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত
  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

নূপুর শর্মার শিরোশ্ছেদের উসকানি, আজমির শরিফের খাদেম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

বহিষ্কৃত বিজেপিনেতা নূপুর শর্মার শিরোশ্ছেদের ‘উসকানি’ দিয়ে করে গ্রেপ্তার হলেন আজমির শরিফের খাদেম সালমান চিশতি। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

আজমিরের অতিরিক্ত পুলিশ সুপার বিকাশ সাঙ্গওয়ান বলেছেন, ‘আজমির দরগাহের খাদেম সালমান চিশতিকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে আজমির পুলিশ। সাসপেন্ড হওয়া বিজেপিনেতা নূপুর শর্মার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’

সদ্য ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছিল—নুপূর শর্মার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন আজমির শরিফের খাদেম সালমান চিশতি। তিনি বলেছিলেন, ‘যে নুপূর শর্মার শিরোশ্ছেদ করবে, তাকে আমার বাড়ি-সম্পত্তি দিয়ে দেব।’

এমন বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই ভারতে শুরু হয় নয়া বিতর্কের ঝড়। ভিডিও প্রকাশ্যে আসতেই সালমানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ধারায় মামলা করে পুলিশ। ধর্মীয় ভাবাবেগে আঘাত, উসকানিসহ বিভিন্ন অভিযোগ উঠেছে আজমির দরগাহের খাদেমের বিরুদ্ধে। যদিও এ ঘটনা নিয়ে তোলপাড় শুরু হতেই পলাতক হন সালমান চিশতি। পরে গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, ভাইরাল ভিডিওটির নিন্দা করে আজমির দরগাহের দেওয়ান জয়নুল আবেদিন আলি খানের অফিস বলেছে—এ মাজারকে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা হিসেবে দেখা হয়। ভিডিওতে খাদেমের প্রকাশিত মতামত দরগাহের বার্তা হিসাবে বিবেচনা করা যায় না।

এর আগে আজমির দরগাহের ফটকের সামনে দাঁড়িয়ে প্ররোচণামূলক মন্তব্য করার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই ঘটনারও ভিডিও প্রকাশ্যে আসার পর তোলপাড় শুরু হয়েছিল। যদিও ভিডিওটি প্রকাশ্যে এসেছিল গত ১৭ জুন। এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছিল উদয়পুর হত্যাকাণ্ডের পর।

রাজস্থান রাজ্যের উদয়পুরে সম্প্রতি এক ব্যক্তির শিরোশ্ছেদের ঘটনা ঘিরে প্রতিবাদের আগুন জ্বলে গোটা রাজ্যে। সেখানে কানহাইয়ালাল নামের এক ব্যক্তিকে শিরোশ্ছেদ করে হত্যা করা হয়েছে। ওই ঘটনার পরে রাজস্থানে সাম্প্রদায়িক সংঘাত যাতে না ছড়িয়ে পড়ে, সেজন্য তৎপর পুলিশ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!