কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু আজ দলের প্রয়াত নেতা ও সাবেক সংসদ সদস্য এম নুরুল ইসলামের নামে নগরীতে একটি সড়কের নামকরণের দাবি করেছেন। তিনি বলেন, এ রাজনীতিকের জীবনী ও তার কর্মময় জীবনের ওপর স্মারকগ্রন্থ প্র্রকাশিত হবে। তিনি বলেন, এম নুরুল ইসলাম দাদুভাই ছিলেন গণতন্ত্র ও জনগণের মুক্তির সকল সংগ্রামের অগ্রসেনানী।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় খুলনা প্রেসক্লাব অডিটোরিয়ামে এম নুরুল ইসলাম দাদুভাই’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি। প্রয়াত এম নুরুল ইসলাম ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক ও নগর বিএনপির প্রতিষ্টাতা সভাপতি।
মঞ্জু বলেন, তিনি একজন দৃঢ়চেতা, আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ হিসাবে দেশের মানুষের মনে শ্রদ্ধার আসনে অধিষ্টিত থাকবেন। দেশবাসী ও বিএনপি নেতাকর্মীরা তাঁর সাহস, সৃজনশীলতা ও মননশীলতাকে অনুসরণ করে তাকে আজীবন শ্রদ্ধাভরে স্মরণে রাখবে।
সভায় বক্তৃতা করেন, ভাষা সংগ্রামী এড, মোল্লা বজলুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. গাজী আব্দুল বারী, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা স ম বাবর আলী, প্রফেসর আব্দুল মান্নান, প্রফেসর ড. রেজাউল করিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোজী রহমান, সাংবাদিক আবু তৈয়ব মুন্সী, শেখ মুশাররফ হোসেন, সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লিটন, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, আরিফুজ্জামান অপু, আবু হোসেন বাবু,সৈয়দা রেহানা আক্তার, নাজমুল হুদা সাগর, মুজিবুর রহমান, শরিফুল ইসলাম বাবু, শেখ আবু সাঈদ, মরহূমের জৈষ্ঠ পুত্র প্রকৌশলী আরিফুল ইসলাম লুনিক প্রমূখ।
আসাদুজ্জামান মুরাদ ও ওহেদুজ্জামান রানার পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার। সভায় এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের জীবনী প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যক্ষ তারিকুল ইসলাম। এম নুরুর ইসলাম ২০২০ সালে ২১ অক্টোবর ইন্তেকাল করেন।
খুলনা গেজেট/ এস আই