পদত্যাগ করেছেন ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এ নিয়ে এক দশকের মধ্যে পঞ্চমবারের মতো রাজনীতিতে ডিগবাজি খেলেন তিনি। ফলে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলো যে ‘ইন্ডিয়া’ জোট গঠন করেছিল, তার ওপর বিরাট একটি আঘাত এলো। এর মধ্য দিয়ে ‘ইন্ডিয়া’ জোটে ভাঙ্গন ধরেছে বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। রাজনৈতিক জল্পনার মধ্যেই আজ রোববার সকালে বিহারের মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করেন নীতিশ কুমার। সকালে বিহারের গভর্নর রাজেন্দ্র আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তার হাতে ধরিয়ে দেন পদত্যাগপত্র। গভর্নর তাকে নতুন সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব অব্যাহত রাখার আহ্বান জানান।
নীতিশ কুমার সাংবাদিকদের বলেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করেছি এবং রাজ্যে আমার সরকারের সমাপ্তি হয়েছে। চারদিক থেকে আমি সাজেশন পাচ্ছিলাম।
নতুন একটি জোট করার জন্য আমি পুরনো জোট থেকেই সরে গিয়েছি। কিন্তু পরিস্থিতি ঠিকঠাক ছিল না। তাই আমি পদত্যাগ করেছি। এরপরে কি হবে? এ প্রশ্নের জবাবে তিনি বলেছেন, দল মিটিংয়ে বসবে এবং সিদ্ধান্ত নেবে। এ সময়ে তিনি বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’র কথা বলেন। আরও বলেন সবকিছু ঠিকমতো চলছিল না। একটি জোট গড়েছিলাম। কিন্তু কেউই কিছু করছে না। এর মধ্য দিয়ে তিনি বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’কে বুঝিয়েছেন। ফলে এ বছরে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে তিনি বিজেপির সঙ্গে জোট বাঁধতে পারেন। এক সময় ‘ইন্ডিয়া’ জোট গঠনের সময় সামনের সারির অন্যতম বিরোধী নেতা ছিলেন তিনি।
পদত্যাগের পর তার প্রথম মন্তব্যে তিনি তার প্রতিপক্ষ রাষ্ট্রীয় জনতা দলের লালু যাদবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা উল্লেখ করেন। নীতিশ কুমার সেদিকে ইঙ্গিত করে বলেন, লোকজন দাবি করছে যে, তারাই সব কাজ করেছে।
খুলনা গেজেট/এনএম