খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৪ দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি দল
  পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৫

নিষ্প্রাণ ড্র’ই হলো পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট

ক্রীড়া প্রতিবেদক

সাউদাম্পটনে বৃষ্টিবিঘিœত ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি নিস্প্রান ড্র’ই হয়েছে। পাকিস্তানের প্রথম ইনিংসে করা ২৩৬ রানের জবাবে ইংল্যান্ড ৪ উইকেটের খরচায় ১১০ রান তুলতেই পরিসমাপ্তি ঘটে ম্যাচের। দ্বিতীয় ইনিংসের দেখা পায়নি কোনো দলই। ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

টেস্টের প্রথম দিন থেকেই চলছিল বৃষ্টির হানা। ১ম এবং দ্বিতীয় দিন খেলা মাঠে গড়ালেও তৃতীয় দিন পণ্ড হয় বৃষ্টির কারণে। এরপর চতুর্থ দিনে পাকিস্তান ২৩৬ রানে অল আউট হয়ে গেলে ব্যাট করতে নেমে মাত্র ৫ ওভার খেলে দিন শেষ করে ইংল্যান্ড, হারাতে হয় একটি উইকেট। এরপর ৫ম দিনের খেলা যথারীতি দেরীতে শুরু হওয়ায় শেষ পর্যন্ত ১২৬ রানে পিছিয়ে থেকে দিন শেষ করে ইংল্যান্ড। ফলশ্রুতিতে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে।

শেষ দিনে ব্যাট করতে নেমে ডম সিবলি এবং জ্যাক ক্রলি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। দলীয় ৯১ রানে ক্রলির বিদায়ের মধ্য দিয়ে ভাঙ্গে সেই জুটি। ক্রলির বিদায়ের পরপরই সাজঘরে ফিরে যান তিনিও। এরপর নামের পাশে ৯ রান যোগ করে বিদায় নেন ওলি পোপও। শেষ পর্যন্ত ৪ উইকেটের খরচায় ১১০ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান আসে ক্রলির ব্যাট থেকে। অপরদিকে পাকিস্তানের হয়ে দুটি উইকেট নেন আব্বাস এবং একটি করে উইকেট শিকার করেন ইয়াসির এবং শাহিন শাহ।

এর আগে ম্যাচের চতুর্থ দিনে উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে সাজঘরে ফেরানোর মাধ্যমে পাকিস্তানের ইনিংসের ইতি টানেন ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড। জ্যাক ক্রলির হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ৭২ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন রিজওয়ান।

দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার আবিদ আলী। এছাড়া বাবর আজম ৪৭ এবং অধিনায়ক আজহার আলী ২০ রানের ইনিংস খেলেন।

বৃষ্টির উৎপাতের মাঝেও বল হাতে উজ্জ্বল ছিলেন ব্রড এবং জেমস অ্যান্ডারসন। ২৭.২ ওভার বোলিং করে মাত্র ৫৬ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। অপরদিকে অ্যান্ডারসন ২৭ ওভারে ৬০ রান খরচ করে ৩ উইকেট নেন। আর একটি করে উইকেট পান স্যাম কারান ও ক্রিস ওকস।

পাকিস্তানের এই রানের জবাবে নিজেদের প্রথম ইনিংস খেলতে নেমে মাত্র এক রানের মাথায় ররি বার্নসের উইকেটটি হারায় ইংল্যান্ড। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে এই ওপেনারকে আসাদ শফিকের হাতে ক্যাচ বানিয়ে ব্রেক থ্রু এনে দেন শাহিন শাহ আফ্রিদি। পরবর্তীতে স্বাগতিকদের ব্যাটিংয়ের হাল ধরেন সিবলি এবং ক্রলি। বৃষ্টির কারণে ৫ ওভার পর্যন্ত ব্যাটিং করার সুযোগ পান তারা।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!