বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান বোলিং নিষেধাজ্ঞা কাটাতে আবারও পরীক্ষা দিতে যাচ্ছেন। আগামী মার্চে ইংল্যান্ডে এই পরীক্ষা দেয়ার কথা রয়েছে তার। এর আগে ইংল্যান্ড এবং ভারতের চেন্নাইয়ে দু’দফা পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে পারেননি তিনি।
২০২৪ সালে পাকিস্তান সফর শেষে বাংলাদেশে না ফিরে সারের হয়ে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন-ওয়ানের ম্যাচে সমারসেটের বিপক্ষে খেলে ভারত সফরের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। সেখানেই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয় এবং তাকে পরীক্ষার মুখোমুখি হতে হয়।
গত বছরের ডিসেম্বরে ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটিতে প্রথম পরীক্ষা দেন সাকিব, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি। পরবর্তীতে গত ২১ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের শ্রী রমাচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে পুনরায় পরীক্ষা দেন, এখানেও তিনি ব্যর্থ হন।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিষেধাজ্ঞা কাটাতে তৃতীয়বারের মতো পরীক্ষা দেবেন সাকিব। বর্তমানে তিনি ইংল্যান্ডের একজন স্থানীয় কোচের সঙ্গে কাজ করছেন এবং সেই কোচ অনুমতি দিলেই তিনি পুনরায় পরীক্ষা দেবেন।
এদিকে সাকিবের বোলিং পরীক্ষা নিয়ে শনিবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে কথা বলেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদল। তিনি বলেন, ‘সাকিব তৃতীয়বার টেস্ট দিতে যাচ্ছে, রোজার মধ্যে সে ইংল্যান্ডে আসবে। সে একজন কোচ নিয়েছে, সেই কোচ রাজি হলে সে আবারও পরীক্ষা দেবে। পরীক্ষায় পাশ করলে আমার ধারণা, সে বাংলাদেশে ক্রিকেট খেলতে পারবে।’
বোলিং নিষিদ্ধ থাকায় সাকিব এবারের চ্যাম্পিয়নস ট্রফির দলে নেই। তবে ডিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন তিনি। ইতোমধ্যেই লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল বলেন, ‘আমরা শতভাগ আশাবাদী সাকিবকে পাবো। নাহলে আমরা কেন নেব? এই দলের সবচেয়ে বড় আকর্ষণ সাকিব আল হাসান। ও আমেরিকায় ছিল, এখন ঘরের ছেলে ঘরে আসছে এটাই সবচেয়ে বড় খবর। আমরা ক্রিকেটার সাকিবকে দলে নিয়েছি, রাজনীতিবিদ সাকিবকে নয়।’