খুলনা, বাংলাদেশ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুই বালুবাহী ড্রাম ট্রাকের সংঘর্ষে দুই হেলপার নিহত
  ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক আজ, ইস্যু নির্বাচনের রোডম্যাপ

নিষেধাজ্ঞার কারণে শ্রীলঙ্কা যেতে পারবেন না দুই যুবা ক্রিকেটার শামীম-হৃদয়

ক্রীড়া প্রতিবেদক

এ বছর যুব বিশ্বকাপের ফাইনালে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে শাস্তি দেয়া হয়েছিল ৫ ক্রিকেটারকে। যার মধ্যে ছিলেন ৩ জন বাংলাদেশী। এরা হলেন তৌহিদ হৃদয়, শামীম পাটুয়ারি ও রাকিবুল হাসান। রাকিবুল হাসানের শাস্তি শেষ হয়ে গেলেও, তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারি এখনও মুক্ত হতে পারেননি। এ কারণেই হাই পারফরম্যান্স দলের আসন্ন শ্রীলঙ্কা সফরে যেতে পারবেন না এই দুজন।

বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এই দুই তরুণের নিষেধাজ্ঞা শেষ হতে বাকি আরও ৪ ম্যাচ, এরপরই মাঠে ফিরতে পারবেন তারা।

নান্নু বলেন, ‘তৌহিদ হৃদয় এবং শামিম পাটোয়ারিকে আমরা শ্রীলঙ্কায় পাঠাতে পারছি না। কারণ ওরা এখনও নিষেধাজ্ঞার মধ্যেই আছে। নিষেধাজ্ঞা উঠতে এখনও ৪ ম্যাচ বাকি আছে। এরপর ওরা খেলতে পারবে।’

যুব বিশ্বকাপের ফাইনালে আইসিসির কোড অফ কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২১ ভঙ্গ করায় তৌহিদ হৃদয় পেয়েছিলেন ১০ সাসপেনশন পয়েন্ট, যা ৬ ডিমেরিট পয়েন্টের সমান।

এই রেকর্ড থাকবে ২ বছরের (২৪ মাস) জন্য। ফলে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এই ব্যাটসম্যান। বাকিরা শামীম পাটুয়ারি (৮ ম্যাচ নিষিদ্ধ) এবং রকিবুল হাসান (৪ ম্যাচ নিষিদ্ধ)।

২৩ অথবা ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং এইচপি দল। করোনার কারণে কোয়ারেন্টাইন মেনে সেখানে খেলতে নামবে দুদলই। জানা গেছে, এইচপি দলে সুযোগ পাচ্ছেন যুব বিশ্বকাপ জয়ী দলের একাধিক ক্রিকেটার।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!