যশোরের রামনগর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের স্কুলছাত্র তানভির হাসান নিশান হত্যা মামলায় অভিযুক্ত রমজান ও নয়নের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ভাটপাড়া বাজার মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নিহত নিশানের পরিবার, এলাকাবাসী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার কার্যক্রম শুরু করার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীকে পরিকল্পিতভাবে অপহরণের পর হত্যা করা হয়েছে। এটা শুধু একটি পরিবারের সন্তানের মৃত্যু নয়, এটি পুরো সমাজের নিরাপত্তার প্রশ্ন। আমরা চাই, রমজান ও নয়নসহ জড়িতদের দ্রুত বিচার করে ফাঁসির রায় কার্যকর করা হোক।
বক্তারা আরও বলেন, যদি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটবে।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তবে দ্রুত বিচার না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
গত ২৭ এপ্রিল নিখোঁজ হন ভাটপাড়া আলিয়া মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র তানভির হাসান নিশান। পরদিন বাড়ির পাশের পুকুর থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় ডিবি পুলিশ একই এলাকার নয়ন ও বাধনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মঞ্জুরুল ভুইয়া।
খুলনা গেজেট/এএজে