খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা রওশন এরশাদের

গেজেট ডেস্ক

নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। বুধবার (২৯ নভেম্বর) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি। এর ঘণ্টাখানেক আগে রওশন এরশাদের ময়মনসিংহ-৪ আসনে প্রার্থী হিসেবে আবু মুসা সরকারের নাম ঘোষণা করা হয়।

বিবৃতিতে রওশন এরশাদ বলেন, ‘আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছি। বর্তমান নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করেছিলাম। বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করার কারণে দলের পরীক্ষিত নেতাকর্মীদের মনোনয়ন প্রদান করা হয়নি। এমতাবস্থায় দলের ও নেতাদের অবমূল্যায়ন করার কারণে নির্বাচনে আমার অংশগ্রহণ করা সম্ভব নয়।’

এর আগে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত ২৭ নভেম্বর দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করছে জাতীয় পার্টি (জাপা)। ৩০০ আসনের মধ্যে ২৮৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। বাকি আসনগুলোতে পরবর্তী সময়ে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে সেদিন জানানো হয়। তবে ওই সময় দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের অনুপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সংসদ নির্বাচনে অংশ নিতে পদ ছাড়লেন ৫০ উপজেলা চেয়ারম্যান

দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তাই সেদিন দলের প্রার্থী তালিকায় রওশন এরশাদের সংসদীয় এলাকা ময়মনসিংহ- ৪ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

এ বিষয়ে দলের মহাসচিব মুজিবুল হক বলেন, রওশন এরশাদ দলের প্রধান পৃষ্ঠপোষক। তিনি এখনো দলের মনোনয়নপত্র নেননি। ওনার প্রতি সম্মান দেখিয়ে ওই আসনে প্রার্থী দেওয়া হয়নি। রওশন এরশাদ একাধিকবার বলেছেন, তার জন্য তিনটি মনোনয়নপত্র রাখতে, কিন্তু সংগ্রহ করতে লোক পাঠাননি।

এর আগে বুধবার রাতে গুলশানের নিজ বাসভবনে অনুসারীদের নিয়ে এ বৈঠকে বসেন তিনি। বৈঠকে মনোনয়ন বঞ্চিত রওশনপন্থী নেতারা উপস্থিত ছিলেন।

জাপা সূত্র জানায়, রওশন তাঁর ছেলেসহ কয়েকজন অনুসারীর জন্য সুনির্দিষ্ট কিছু আসনে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তাতে সম্মত হননি জি এম কাদের। ফলে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত অটল আছেন রওশন।

দলের একাধিক নেতা বলেন, রওশনপুত্র সাদ এরশাদের রংপুর-৩ আসনে জি এম কাদেরের মনোনয়ন নিয়ে নির্বাচনকেন্দ্রিক দ্বন্দ্বের শুরু হয়। দলের কর্তৃত্ব নিয়ে তাদের মধ্যে আগেই বিভেদ ছিল।

বৈঠক শুরুর আগে সংসদে বিরোধীদলীয় নেতার অনুসারী ও রংপুর-১ আসনে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দেওয়া মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে আমরা যাব, কীভাবে যাব সে বিষয় নির্ধারণ করতেই এই বৈঠক। আমাদের প্রধান পৃষ্ঠপোষকের সঙ্গে বসে আমরা সবাই একটা সিদ্ধান্ত নেব।’

এদিকে রওশন এরশাদের ময়মনসিহং-৪ আসনে দলীয় নেতা আবু মুসা সরকারকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। রওশন এরশাদ মনোনয়ন না নেওয়ায় আজ রাত সাড়ে ৯টার দিকে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

জাতীয় পার্টি সূত্র জানায়, রওশন এরশাদ নির্বাচন করবেন না এমন সিদ্ধান্ত জেনেই তাঁর আসনে বিকল্প প্রার্থী ঠিক করে রেখেছিলেন জি এম কাদের। তবুও আজ রাত ৯টা পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্ব রওশন এরশাদের জন্য অপেক্ষায় ছিলেন।

এ সময়ে তিনি মনোনয়ন সংগ্রহ না করায় বিকল্প প্রার্থী আবু মুসাকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়। আবু মুসা সরকার ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

গত সোমবার জাতীয় পার্টি যে প্রার্থী তালিকা প্রকাশ করে, সেখানে ঘোষণা করা হয় ২৮৭টি নাম।

তাতে জায়গা হয়নি রওশনপন্থি কোনো নেতার। এমনকি গত নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া রওশপন্থিদের দলীয় মনোনয়র ফরম দেওয়া হয়নি।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!