এবার এক নির্বাচন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল বাংলাদেশ নির্বাচন কমিশন। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রবিবার (১২মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন-২০১৮ এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
মোস্তফা ফারুক ১৯৯৬ সালের জুনে ইসির নিজস্ব কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ে যোগ দিয়েছিলেন।
খুলনা গেজেট/কেডি