খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে যাত্রী আটক, বিমান জব্দ

নির্বাচন কমিশন পুনর্গঠন, সুখবর পেল তাহসানের পরিবার

বিনোদন ডেস্ক

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। তাকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট করলেও সেটা নিয়ে আলোচনা চলে। তবে এবার ভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আছে তাহসান খানের পরিবার। আর এই আলোচনা গায়কের মাকে কেন্দ্র করেই শুরু হয়েছোম

সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে নির্বাচন কমিশন (ইসি) গঠনে ৬ সদস্যদের অনুসন্ধান কমিটি (সার্চ) গঠন করে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার (৩১ অক্তোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই পুনর্গঠনের জন্য সার্চ কমিটির সদস্য পদ পেয়েছেন তাহসান খানের মা অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম। আর এ বিষয়টা নিয়েই এখন আলোচনা চলছে।

প্রসঙ্গত, গত আগস্টে দেশের স্বৈরাচার সরকার পতন হয়েছে। পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এরপর দেশে নানা ক্ষেত্রে সংস্কার চলছে। তার মধ্যে অন্যতম নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন।

তাহসানের মা ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

জানা গেছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসির) অষ্টম চেয়ারম্যান ছিলেন জিন্নাতুন নেছা তাহমিদা বেগম। ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও ১৯৬৭ সালে স্নাতক পাস করেন তিনি। পরবর্তীতে ১৯৭৭ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তাহসানের মা।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!