দেশে ৬ষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে রবিবার (১৯ মে ) সকাল সাড়ে ১১ টার দিকে শার্শা উপজেলা নিবার্হী কর্মকর্তার সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীসহ সার্বিক প্রস্তুতি নিয়ে উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসিন, শার্শা থানার ওসি মনিরুজ্জামান ও বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত।
উক্ত প্রেস ব্রিফিংয়ে ৮৫ যশোর ১ শার্শা উপজেলার সার্বিক তথ্য তুলে ধরা হয়। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ১১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫০ হাজার ১৯৯ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪৮ হাজার ৯১০ জন। মোট ভোট কেন্দ্র ১০২টি।প্রিসাইডিং অফিসার থাকবে ১০২ জন, সহকারী প্রিসাইডিং অফিসার থাকবে ৮১৪ জন, পোলিং এজেন্ট থাকবে ১ হাজার ৬২৮ জন।ভোটের বুথ সংখ্যা ৮১৪টি। এই উপজেলায় ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে।
এবারের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।
আগামী ২১ মে সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণ হবে ইভিএম ভোটিং মেশিনে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ২০ মে সকালে ভোটকেন্দ্র ইভিএম সহ সকল যন্ত্রপাতি প্রেরণ করা হবে। ভোট গ্রহণের দিন নিরপেক্ষতারসহিত সঠিকভাবে দায়িত্ব পালন করতে উপজেলা নিবার্হী কর্মকর্তা সাংবাদিকদের প্রতি আহ্বান ও সহযোগিতা কামনা করেন।
খুলনা গেজেট/এএজে