সম্প্রতি একটা রব উঠেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাকি প্রার্থী হতে পারেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। এশিয়া কাপে টাইগারদের ভারত ম্যাচের আগে এ বিষয়ে সাকিবের কাছে জানতে চান সংবাদকর্মীরা। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার বিষয়টি এড়িয়ে যান।
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে আচমকা দেশে এসেছিলেন সাকিব। দেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎও করেছেন। এরপরই মূলত গুঞ্জন শুরু হয়, সাকিব ২০২৪ সালের সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন।
রোববার (১০ সেপ্টেম্বর) দেশে এসে বুধবার আবার শ্রীলঙ্কায় গিয়েছেন সাকিব। টিম ইন্ডিয়ার বিপক্ষে টাইগারদের শেষ ম্যাচটি শুক্রবার (১৫ সেপ্টেম্বর)। এ ম্যাচের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ওয়ানডের সেরা অলরাউন্ডার। সেখানেই সাকিবকে নির্বাচনে প্রার্থিতার প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়।
এক কথায় সাকিব নির্বাচন প্রসঙ্গ এড়িয়ে যান। তিনি বলেন, ‘আমি এখানে শুধু ভারত ম্যাচ নিয়ে কথা বলছি।’
একটি ম্যাচ বাকি থাকলেও সাকিবদের এশিয়া কাপ শেষ। ভারত শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে লাল সবুজের প্রতিনিধিরা। ফাইনালের আশা শেষ হয়ে গেলেও জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চান সাকিব। তিনি বলেন, ‘এই ম্যাচ থেকে অন্য কিছু চাই না। এই ম্যাচটায় শুধু জিততে চাই।
খুলনা গেজেট/ টিএ